চোখে পানি দেখেই মন ঘুরেছিল ক্রিকেট বিশ্বের। উঠতি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফ্টকে বল বিকৃতির দায় থেকে আড়াল করতেই যেচে নিজের ঘাড়ের দোষ নিয়েছিলেন। সেই কারণেই ঝড় বয়ে গেছে স্টিভন হেনরি স্মিথের ওপর দিয়ে।
সেই স্মিথের পক্ষেই একে একে মুখ খুলেছিলেন অশ্বিন থেকে ফাফ ডুপ্লেসিসের মতো তারকারা। এবার স্মিথের হয়েই জোরালো সমর্থন ভেসে এল বরুণ ধাওয়ানের মতো বলিউডি তারকার কাছ থেকে।
বল বিকৃতিতে সরাসরি অভিযুক্ত না হয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে মিলেছে এক বছরের নির্বাসনের শাস্তি। আইসিসির পক্ষ থেকেও ব্যান করা হয়েছিল আগে, নিয়ম অনুযায়ী। সবথেকে বড় ধাক্কা স্মিথ খেয়েছেন ভারতীয় বোর্ডের তরফে আইপিএলএ খেলার ওপরে নিষেধাজ্ঞা জারি করায়।
জোহানেসবার্গ বিমানবন্দরে স্মিথকে শুনতে হয়েছিল চোরের অপবাদ। তারপরেই দেশে ফিরে আর সামলাতে পারেননি। সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এরপরেই ক্রিকেটপ্রেমী বরুণ ধাওয়ান টুইট করেন, ‘‘স্মিথকে ভেঙে পড়ে ক্ষমা চাইতে দেখাটা ভীষণ দুঃখের। আমি নিশ্চিত সমর্থকরা তাকে ক্ষমা করে দেবে। বিষণ্ণতার সাক্ষাৎ প্রতিমূর্তি হয়ে ধরা দিয়েছে ও।’’
এরপরে বরুণের সংযোজন, ‘‘প্রার্থনা করলাম, এই শাস্তি থেকে আরও ভাল ক্রিকেটার হয়ে ফিরবে স্মিথ। তার মানসিক যে ঝড়-ঝঞ্ঝা বয়ে চলেছে, তা নির্বাসনের থেকেও বড় শাস্তির।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর