কেপটাউন টেস্টের দুঃস্বপ্ন ভুলে নতুন করে ক্রিকেটে মন দিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল৷ স্মিথের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন টিম পেইন৷ নেতা হিসেবে প্রথম দিনই অভিনব হ্যান্ডসেকের মধ্যে দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন টিম৷
বলার অপেক্ষা রাখে না কেপটাউন টেস্টে প্রোটিয়াদের হারানোর জন্য বল বিকৃতি করে ক্রিকেটের সঙ্গে এক ধরণের বিশ্বাসঘাতকতা করে টিম অস্ট্রেলিয়া৷ সেই স্মৃতি ভুলে নতুন করে শুরু করতেই এই উদ্যেগ নেন পেইন৷
সিরিজের শেষ টেস্টে মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটাররা হ্যান্ডসেক করেন৷ সাধারণ ম্যাচ শেষ হলে এই ধরনের সৌজন্য বিনিময় করতে দেখা যায়৷ এক্ষেত্রে ম্যাচ শুরুর আগেই দুই দেশের ক্রিকেটাররা এমন সৌজন্য বিনিময় করল৷
এমন অভিনব হ্যান্ডসেক প্রসঙ্গে জানতে চাইলে পেইন জানান, বিপক্ষ দলের অধিনায়ক ডুপ্লেসির সঙ্গে আলোচনা করেই এই উদ্যোগ নেন৷ এখানেই না থেমে অস্ট্রেলিয়া দলের নয়া টেস্ট ক্যাপ্টেন জানিয়েছেন, ‘সর্বোপরি ক্রিকেটকে জেন্ট্যালম্যানস গেমস বলেই সবাই জানে৷ তাই ক্রিকেটে সেই জেন্ট্যালম্যানস স্পিরিটটাই ফিরিয়ে আনতে চেয়েছিলাম৷ দলের সঙ্গে আলোচনা করেই টেস্ট শুরুর আগে হ্যান্ডসেকের প্রস্তাব রাখি৷ দলকে নতুন দিশা দিতে ও দুই দলের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট বাড়াতেই এই উদ্যোগ নিয়েছি ’
সিরিজ নির্ণায়ক চতুর্থ টেস্টে স্মিথের পরিবর্তে দলে যোগ দিয়েছেন হ্যান্ডসকম্ব৷ ওয়ার্নার ও ব্যানক্রফটের পরিবর্তে যোগ দিয়েছেন রেনশ ও জো বার্নস৷ বল বিকৃতি কাণ্ডের পর স্মিথ-ওয়ার্নারকে সব ধরনের ক্রিকেট ফর্ম্যাট থেকে এক বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ৯ মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে ব্যানক্রফটকে৷ চোট পাওয়া স্টার্কের বদলি হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে অভিষেক হয়েছে চ্যাড সেয়ার্সের৷ প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর