গত মৌসুমের শেষটা রিয়াল মাদ্রিদের যতটা দুর্দান্ত ছিল, এবারের মৌশুমের শুরুটা ততটাই বাজে হয়েছে দলটির। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেরাটা ধরে রাখলেও লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে রিয়াল।
এদিকে, এমন পারফরম্যান্সে এরই মধ্যে প্রশ্ন উঠেছে কোচ জিনেদিন জিদানের ভূমিকা নিয়ে। আর এ নিয়ে এবার কথা বললেন এই জীবন্ত কিংবদন্তি ফুটবলার। রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে জিদান বলেন, ‘হ্যা, আমি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকতে পারি। সর্বদাই আমি যা পছন্দ করে আসছি। আমি নিজের কাজকে পছন্দ করি। আমি জানি আমার অবস্থান কোথায়।’
ফরাসি এ কোচ আরও বলেন, ‘আপনিও জানেন ফুটবলটা কেমন। আমি রিয়াল মাদ্রিদে যতক্ষন সম্ভব থাকতে চাই। আগেও আমি বহুবার এ কথা বলেছি। মাদ্রিদে সবকিছুই ফলাফলের ওপর নির্ভর করে। সব মিলিয়ে আমি এখানে ১৮ বছর যাবৎ রয়েছি। আমি জানি রিয়াল মাদ্রিদ কিভাবে কাজ করে। আমি পছন্দ মতো কাজ করতে চাই এবং সত্যিই আমি এখানে দায়িত্ব চালিয়ে যেতে চাই।’
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আবারও মাঠে নামছে রিয়াল। এবার ক্লাবটির প্রতিপক্ষ লাস পালমাস।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৮/ওয়াসিফ