শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় কুশল পেরেরা। কিন্তু দলের হয়ে প্রায় ২ দুই বছর আগে শেষবার সাদা জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। সম্প্রতি পেরারার ফর্ম তুঙ্গে থাকলেও জায়গা হচ্ছে না লঙ্কান টেস্ট দলে। তাই সাদা পোশাকে লঙ্কান শিবিরে যোগ দিতে মুখিয়ে আছেন এই বাঁহাতি ওপেনার। আর এ জন্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লোভনীয় অফার ফিরিয়ে দিলেন এই লঙ্কান ক্রিকেটার।
জানা গেছে, শ্রীলঙ্কায় চলছে প্রথম শ্রেণির ক্রিকেট লিগ। সেখানে খেলে পুনরায় জাতীয় দলে জায়গা করে নিতে চান পেরেরা। ভারতের গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে ডিএনএ ইন্ডিয়া বলছে, ‘কুশল পেরেরা আইপিএলের অফার ফিরিয়ে দিয়েছেন। তার মনোযোগ প্রথম শ্রেণির ক্রিকেটে। টেস্ট দলে ডাক পেতে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চান পেরেরা।’
উল্লেখ্য, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে এ বছরের আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। ওয়ার্নারের খেলার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদে। ওয়ার্নারের পরিবর্তে কুশল পেরেরাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে হায়দরাবাদ। তাকে দেওয়া হয় অফার। কিন্তু সেই অফার ফিরিয়ে দেন লঙ্কান এই হার্ডহিটার।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৮/ওয়াসিফ