স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার-ক্যামেরন ব্যানক্রফ্ট ত্রয়ীর নির্বাসনের মেয়াদ কমানো হবে কিনা ক্রিকেটবিশ্বে সেই জল্পনা শুরু হয়ে গেল। জল্পনার সূত্রপাত, অস্ট্রেলিয়ার প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যম। যেখানে দাবি করা হয়েছে, নির্বাসনের মেয়াদ কমানোর জন্য আবেদন করার কথা গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছেন স্মিথ-ওয়ার্নাররা।
জানা গেছে, এক বছরের নির্বাসনের শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারেন ওয়ার্নার। যাকে বল বিকৃতি কাণ্ডে মূল চক্রী মনে করা হচ্ছে। আজ শনিবার সিডনিতে সংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা অপসারিত সহ-অধিনায়কের। সেখানেই আবেদন করার কথা জানাতে পারেন ওয়ার্নার।
প্রসঙ্গত, ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করার পাশাপাশি আজীবন তার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কেড়ে নিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। ঘনিষ্ঠ মহলে ওয়ার্নার জানিয়েছেন যে, বল বিকৃতি কাণ্ডে তাদের তিনজনকে দোষী সাব্যস্ত করা হলেও সেই পরিকল্পনার কথা দলের সকলেই জানতেন।
অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের চুক্তির আওতায় থাকা ক্রিকেটারেরা কোনও শাস্তির বিরুদ্ধে আইনি পথে আবেদন করতে পারেন না। তবে শাস্তি নিয়ে কারও আপত্তি থাকলে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। তখন শাস্তিপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুনানি হবে। ওয়ার্নারদের আবেদন করার সময়সীমা আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এদিকে, ৯ বছরের এক খুদে ভক্ত তাকে কলঙ্কিত হতে দেখে মর্মাহত হওয়ার দুঃখপ্রকাশ করেছেন স্মিথ। সেই বালকের মা, পেশায় সাংবাদিক ডেবোরা নাইটকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন অপসারিত অস্ট্রেলীয় অধিনায়ক।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর