কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বাদ দিয়ে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ। শনিবার তাকে দলভুক্ত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে বল টেম্পারিংয়ে জড়িত থাকার দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী ওয়ার্নার। তার স্থলে হেলসকে ১০ মিলিয়ন ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স। আন্তর্জাতিক টি-২০তে এ পর্যন্ত ১৪৫৬ রান সংগ্রহে রয়েছে মারকুটে এই ব্যাটসম্যানের।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া একমাত্র ইংলিশ খেলোয়াড় ২৯ বছর বয়সী হেলস আইসিসির টি-২০ ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে আছেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/এনায়েত করিম