নতুন ভূমিকায় দেখা গেল যজুবেন্দ্র চাহালকে। ভারতীয় দলের এই রিস্ট স্পিনারকে শ্যুটারের ভূমিকায় দেখা গেছে। বন্দুক কাঁধে লক্ষ্যভেদ করছেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে বন্দুক হাতে লক্ষ্যভেদ করতে দেখা গেছে তাকে। সঙ্গে মজার ক্যাপশনও লিখেছেন চাহাল, ‘আইপিএলের আগে লক্ষ্যভেদ করছি। আমার প্রথম লক্ষ্য হার্দিক পান্ডিয়া।’
চাহালের টুইটের পরই এসেছে মজার মজার রিটুইট। একজন বলেছেন, ‘বন্দুক চালাতে গিয়ে নিজেই কেঁপে গেছে।’ অপর একজন লিখেছেন, ‘কে বেশি শক্তিশালী। চাহাল না বন্দুক।’
এমনিতে চাহালের সময়টা এখন দারুণ যাচ্ছে। টি-২০ ক্রিকেটে বোলারদের তালিকায় ২ নম্বরে উঠে এসেছেন তিনি। আইপিএলে এখনও পর্যন্ত পেয়েছেন ৭০ উইকেট। আইপিএলে এবার বিরাটের অন্যতম অস্ত্র তিনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর