মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের জন্য ফরাসি লিগ কাপ জিতল পিএসজি। উনাই এমেরির দলের হয়ে দুটি গোল করেছেন উরুগুয়ের স্ট্রাইকার এডিসন কাভানি। দলের হয়ে তিন নম্বর গোলটি করেছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার দি মারিয়া।
কিলিয়ান এমবাপ্পে
ম্যাচটির প্রথমার্ধের শুরুতেই কিলিয়ান এমবাপ্পের ফাউল থেকে পেনাল্টি পায় পিএসজি। সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কাভানি। এরপর ২১ মিনিটে ব্যবধান বাড়ান দি মারিয়া। খেলার প্রথমার্ধ শেষ হওয়ার আগে মোনাকোর অধিনায়ক ফালকাও হেডে করে বল পিএসজির জালে জড়ান। কিন্তু গোলটি বাতিল করা হয়।
গোল উদযাপন করছেন কাভানি
খেলার দ্বিতীয়ার্ধ অনেকক্ষণ পর্যন্ত গোল শূন্য ছিল। ৮৫ মিনিটে এমবাপের পাস থেকে গোল করেন কাভানি। ৩-০ ব্যবধান টানা পঞ্চমবারের জন্য কোপ দে লা লিগের ফাইনাল জিতে নেয় পিএসজি।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৮/ফারজানা