নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মাঠে ক্রিকেটারদের ওয়ার্কলোড পরিমাপ করে ডেটাবেস তৈরি করেছিল। এবার প্রায় একই ধাঁচে ২০১৮ আইপিএলে ৫০ জন ভারতীয় ক্রিকেটারের মাঠে ঘাম ঝরানোর একটা ডেটাবেস তৈরি করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
সাত সপ্তাহ ধরে চলা আইপিএলের প্রথম দিন থেকেই ক্রিকেটারদের ফিটনেস ও মাঠে ঘাম ঝরানোর তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে বলে জানা গেছে। আইপিএলের পরই দীর্ঘ আড়াই মাসের ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলে শুরু হলেও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত চালু থাকবে এই পদ্ধতি। বোর্ডের এক কর্মকর্তার কথায়, ‘ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করতে হবে ‘মেন ইন ব্লু’র সদস্যদের। তখন এই ওয়ার্কলোড মনিটারিং সিস্টেমের ডেটাবেস থেকে ক্রিকেটারদের ফিটনেস লেভেল চেক করা হবে। যে সব ক্রিকোটার একটি নির্দিষ্ট মাত্রার ফিটনেস ধরে রাখতে পারবেন না, তারা জাতীয় দলে এবং ভারত ‘এ’ দলে খেলার সুযোগ পাবে না। টিমের ফিজিও প্যাট্রিক ফারাত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে এই ওয়ার্কলোড মনিটারিংয়ের কাজ করবেন।’
বিসিসিআই-এর কন্ট্রাক্টের মধ্যে থাকা ২৭ জন ক্রিকেটার ছাড়া আরও ২৩ জন প্রতিশ্রুতিমান ভারতীয় ক্রিকেটারের ওয়ার্কলোড মনিটর করা হবে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ