বরাবরই সোজা ব্যাটে খেলতে ভালবাসেন তিনি। কিন্তু সেই ডেভিড ওয়ার্নার যে সাংবাদিক বৈঠকে এত রক্ষণাত্মক ব্যাটিং করবেন, তা ভাবা যায়নি। শনিবার তাই প্রশ্ন উঠে গেল, বল-বিকৃতি কাণ্ডে অনেক কিছুই তিনি গোপন রেখে দিলেন কিনা তাই নিয়ে।
সাংবাদিক বৈঠকে নিজের বিবৃতি পড়ে শোনানোর পরে বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিলেন না। যা দেখে এক অস্ট্রেলীয় সাংবাদিক টুইট করেন, ‘‘ডেভিড ওয়ার্নারকে অফ স্টাম্পের বাইরে এত হাফভলি ছাড়তে দেখিনি কখনও।’’
ওয়ার্নার জবাব না দিলেও তার স্ত্রী ক্যানডিস কিন্তু মুখ খুলেছেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘ওয়ার্নারের এই অবস্থার জন্য আমিই দায়ী। যা ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি।’’
একটা সময় ক্যানডিসের সঙ্গে রাগবি খেলোয়াড় সনি বিল উইলিয়ামসের একটা সম্পর্ক ছিল। যা নিয়ে দক্ষিণ আফ্রিকার সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয় ক্যানডিসকে। টেস্ট চলাকালীন দর্শকদের একটা অংশ বিলের মুখোশ পরেও মাঠে এসেছিল। সব মিলিয়ে প্রচণ্ড চাপে ছিলেন ক্যানডিস এবং ওয়ার্নার। সে জন্যই ওয়ার্নার মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন বলে মনে করেন তার স্ত্রী। ওয়ার্নার অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর