পরাজয় প্রতিশোধের আগুন মনকে যন্ত্রণা দেয়। আবার বিপরীত এক ধরণের রেশও রাখে কখনও কখনও বুকের ভেতর। সে রেশ আর কিছুর না, মুগ্ধতার। গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদো দু’বার তাকে করেছিলেন পরাস্ত। কিন্তু সেই ক্রিশ্চিয়ানোকে নিয়ে মুগ্ধতার শেষ নেই গিয়ালুইগির বুফনের মনে।
আগামী ৩ এপ্রিল এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আবার মুখোমুখি রিয়াল মাদ্রিদ–জুভেন্টাস। বুফন প্রশংসায় ভরালেন বিপক্ষের এক নম্বর তারকাকে। তার মতে, ‘গোলমুখে রোনালদো হল গুপ্তঘাতক। খুনিও বলতে পারেন।’
বুফনের কথায়, ‘সময়ের সঙ্গে রোনালদো শুধু উন্নতি করেনি, শিখেছে কীভাবে নিজেকে অ্যাথলিট তৈরি করতে হয়। আগে যতটা শক্তি খরচ করত, এখন আর সেটা করে না। তবে ও ভীষণই কর্মতৎপর। কী করছে, কী বলছে, সে সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে। রোনালদো যে বুদ্ধিমান, তার প্রমাণ, নিজের খেলার স্টাইল বদলেছে। যা করে, মন দিয়ে করে। ১০০ শতাংশই দেয়। গোলমুখে সত্যিই ভয়ঙ্কর!’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর