শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ১১তম আসর। কিন্তু ক্রিকেট জগতের অন্যতম এই টুর্নামেন্টের প্রথম সবকিছু আপনার মনে আছে কি? তবে আর দেরি না করে চলুন এক নজরে দেখে নেই আইপিএলের প্রথম সব বিষয়গুলো।
প্রথম বল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে সৌরভ গাঙ্গুলিকে প্রথম বলটা করেছিলেন প্রবীণ কুমার।
প্রথম বাউন্ডারি: ওই ম্যাচেরই দ্বিতীয় ওভারে জাহির খানের বলে প্রথম চার মেরেছিলেন কলকাতার ব্রেন্ডন ম্যাকালাম।
প্রথম ওভার বাউন্ডারি: ওই ওভারেই পঞ্চম বলে জাহিরকে অনসাইডে ছক্কা মারেন ম্যাকালাম।
প্রথম আউট: সৌরভ গাঙ্গুলি। ম্যাচের ষষ্ঠ ওভারে জাহির খানের বলে স্লিপে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেন।
প্রথম হিটউইকেট: মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে মুম্বাইয়ের মুসাভির খোটে হিট উইকেট হন।
প্রথম মেডেন: এই কৃতিত্ব গ্লেন ম্যাকগ্রার। ২০০৮ আইপিএলের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিল্সের হয়ে তৃতীয় ওভারে একরানও দেননি অজি পেসার।
প্রথম সেঞ্চুরি: প্রথম আইপিএলের প্রথম ম্যাচেই ৭৩ বলে ১৫৮ করেছিলেন ম্যাকালাম।
প্রথম পাঁচ উইকটে শিকার: রাজস্থান রয়্যালসের সোহেল তনবীর। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।
প্রথম চ্যাম্পিয়ন: রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তিন উইকেটে হারিয়েছিল তারা।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল ২০১৮/ওয়াসিফ