গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসের শুটিংয়ে রবিবার ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি।
ব্রিসবেনের বেল মন্ট শ্যুটিং কমপ্লেক্সে আয়োজিত ফাইনালে ২২৪.৭ স্কোর করে রৌপ্য পদকটি জেতেন বাকি। ২৪৫ স্কোর করে একই ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার শুটার ডেন স্যাম্পসন।
আব্দুল্লাহ হেল বাকি, ডেন স্যাম্পসন ও রবি কুমার (বাঁ থেকে)
ব্রোঞ্জপদক জিতেছেন ভারতের রবি কুমার। তার স্কোর ২২৪.১। সূত্র: ইউএনবি
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৮/ফারজানা