আইপিএলের এগারোতম আসরে হাই-ভোল্টেজ ম্যাচে আজ বিরাট কোহালিদের মুখোমুখি হচ্ছে কলকাতা। এরই মধ্যে নিজেদের সকল প্রস্তুতি সেরে ফেলেছে দুই দল, চলছে শেষ সময়ের পরিকল্পনা। দুই দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়। তাই প্রতিপক্ষকে কোনোরকমের ছাড় দিতে নারাজ কোহলি-কার্তিক।
এক নজরে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:
১. ক্রিস লিন
২. রবিন উথাপ্পা
৩. শুভমান গিল
৪. নীতীশ রানা
৫. দীনেশ কার্তিক
৬. আন্দ্রে রাসেল
৭. সুনীল নারিন
৮. কুলদীপ যাদব
৯. পীযূষ চাওলা
১০. বিনয় কুমার
১১. মিচেল জনসন
বিডি প্রতিদিন/৮ এপ্রিল ২০১৮/ওয়াসিফ