ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারোতম আসর মাঠে গড়িয়েছে। অংশগ্রহণকারী দলগুলো এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে, শিরোপা জয়ের লক্ষ্যে চলছে নানা পরিকল্পনা। আজকের হাই-ভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে কোহলির শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রতিবারের মতো এবারও তারকা ক্রিকেটারে পূর্ণ কোহলির দল। চলুন জেনে নেই ইডেনে কলকাতার বিপক্ষে ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ।
১. পার্থিল পটেল
২. ব্রেন্ডন ম্যাকালাম
৩. বিরাট কোহালি
৪. এবি ডে ভিলিয়ার্স
৫. মনন ভোরা
৬. সরফরাজ খান
৭. কোলিন ডি গ্র্যান্ডহোম
৮. ওয়াশিংটন সুন্দর
৯. ক্রিস ওকস
১০. যুজবেন্দ্র চাহাল
১১. উমেশ যাদব
বিডি প্রতিদিন/৮ এপ্রিল ২০১৮/ওয়াসিফ