লোকেশ রাহুলের অর্ধশতকের ওপর ভর করে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন রুদ্রমূর্তি ধারণ করা রাহুল ১৪ বলে করেন ৫০ রান। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলে অর্ধশতক।
রবিবার বিকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের অর্ধশতকের ওপর ভর করে ১৬৬ রান সংগ্রহ করে দিল্লি। জবাব দিতে নেমে ঝড় তোলেন লোকেশ রাহুল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে সর্বোচ্চ ৫১ রান।
পাঞ্জাবের হয়ে হাফসেঞ্চুরির দেখা করুন নায়ারও। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে পুরোপুরি ৫০ রান। এছাড়া ডেভিড মিলার ও মার্কাস স্টোনিস যথাক্রমে ২৪ ও ২২ রানে অপরাজিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব