কথায় আছে, 'বাপকা বেটা, সিপাইকা ঘোড়া'। অর্থাৎ বাবার গুণ কিছু হলেও সন্তান পেয়ে থাকে। আর রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পুত্রের কাণ্ডে এর প্রমাণ আবারও দেখল ফুটবল বিশ্ব।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বুফনদের বিপক্ষে রোনালদোর সেই 'বাইসাইকেল কিক' এর রেশ কাটতে না কাটতেই আবারও বাইসাইকেল কিক দৃশ্যে মুগ্ধ হল ক্রীড়ামোদীরা।
লা লিগার ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছিল রিয়াল আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি ১-১ ড্র হয়। তবে ম্যাচ শেষে দর্শকদের জন্য আসল বিনোদন অপেক্ষা করছিল।
হঠাৎ নেমে পড়ে ক্রিশ্চিয়ানো জুনিয়র। বল নিয়ে বিভিন্ন কসরৎ করতে করতে হঠাৎ সেই 'বাইসাইকেল কিক'! ঠিক তার বাবার মতো শূণ্যে লাফিয়ে উঠে হাওয়ায় ভাসতে থাকা বল দুর্দান্ত কিকে পাঠিয়ে দিল জালে! বার্তা সংস্থা এএফপির ক্যামেরায় ধরা পড়ল রোনালদো পুত্রের এই অসামান্য নৈপূণ্য। ফুটবলবিশ্বও যেন একটি বার্তা পেল, ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ শেষে রাজত্ব করতে আসছে ক্রিশ্চিয়ানো জুনিয়র।
বিডিপ্রতিদিন/ ই-জাহান