একাদশ আইপিএলে নাইটদের স্বপ্নের শুরুর পিছনে বড় অবদান ক্যারিবিয়ান স্পিনারের৷ বল হাতে এদিন জাদু দেখাতে না পারলেও ইডেনের বাইশ গজে আইপিএলের প্রথম ম্যাচেই জ্বলে উঠল সুনীল নারিনের ব্যাট৷ ১৭ বলে হাফ সেঞ্চুরি করে কেকেআরের বিরাট জয়ে বড় ভূমিকা নেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের পাশাপাশি মালিক কিং খানের প্রশংসা কুড়লেন নারিন৷
আইপিএলের একাদশ সংস্করণে নাইট যোদ্ধাদের লড়াই দেখতে রবিবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত ছিলেন শাহরুখ খান৷ নাইটদের জয়ের পর মাঠে নেমে সমর্থকদের অভিবাদন জানানোর পাশাপাশি নিজের দলের খেলোয়াড়দের প্রশংসা শোনা গেল কিং খানের মুখে৷
নারিন প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘ও আমার দলের ম্যাসকট৷ যখন যেভাবে প্রয়োজন হয়, সেভাবে আবির্ভাব হয়৷ ওর হেয়ারস্টাইল আমার পছন্দের৷’ তার অন্যতম প্রিয় ছবি ‘দিল সে’র গানের লাইন তুলে নারিনের উদেশ্যে শাহরুখ বলেন, ‘তু হি তু সতরঙ্গি রে..তু হি তু মনরঙ্গি রে..’
ইডেনের বাইশ গজে এদিন প্রথম ব্যাটিং করে সাত উইকেটে ১৭৬ রান তোলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স৷ নাইটদের হয়ে রান তাড়া করতে নামেন নারিন ও লিন৷ অজি অল রাউন্ডার সফল না হলেও ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে নাইটদের জয়ের ভিত গড়ে দেন করে নারিন৷ শেষ পর্যন্ত ১৯ বলে পাঁচটি ছক্কা ও চারটি বাউন্ডারি মেরে ৫০ রান করে ডাগ-আউটে ফেরেন নারিন৷
বল হাতে চার ওভারে ৩১ রান দিয়ে একটি উইকেট নেন৷ গত বছর বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে নাইটদের পরিত্রাতা হয়ে উঠেছিলেন ক্যারিবিয়ান এই অফ-স্পিনার৷ এবার প্রথম ম্যাচেই নাইটদের জয়ে বড় ভূমিকা নিলেন নারিন৷ পরের ম্যাচ খেলতে সোমবারই শহর ছাড়ছে কেকেআর৷ মঙ্গলবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কার্তিক অ্যান্ড কোং৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর