আইপিএলের অন্যতম শক্তিশালী দু'টি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। তবে যুদ্ধের ময়দানে জয় তুলে নিয়েছে শাহরুখের কলকাতা। বিরাটদের হারিয়ে জয় দিয়েই এবারের আসর শুরু করল দলটি। নতুন ক্যাপ্টেনের হাত ধরে প্রথম ম্যাচেই ১৭৭ রান তাড়া করে সহজ জয় পায় নাইটরা।
ম্যাচ হারের পর আরসিবি অধিনায়ক বিরাট বলেন, ‘আমরা প্রায় ১৫-১৬ রান কম করেছিল। মিডল অভারগুলোতে আমরা সেভাবে রান তুলতে পারিনি। পর দু’বলে এবিডি ও আমি আউট হওয়ায় গেম চেঞ্জ হয়ে যায়। এছাড়াও সুনীলের বিধ্বংসী ব্যাটিং ওদের টার্গটে সহজ করে দেয়।’
এদিন বল হাতে সফল না হলেও ব্যাট হাতে দারূণ ছিলেন নাইটদের ‘মিস্ট্রি স্পিনার’ সুনীল নারিন। ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে নাইটদের জয়ের ভিত তৈরি করেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে পাঁচটি ছক্কা ও চারটি বাউন্ডারি মেরে ৫০ রান করে আউট হন এই অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ