আইপিএলের এগারোতম আসরে বাংলাদেশ আইকন সাকিব আল হাসানের আজ প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত বছর কাটানোর পর এবার এই অলরাউন্ডারকে এবার দেখা যাবে হায়দ্রাবাদের জার্সিতে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। যেখানে হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন উইলিয়ামসন। আর রাজস্থানের নেতৃত্ব দিবেন অজিঙ্কা রাহানে।
রাজস্থানের সম্ভাব্য একাদশ:
১. অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
২. রাহুল ত্রিপাথি
৩. সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)
৪. হেনরিখ ক্লাসেন
৫. বেন স্টোকস
৬. জস বাটলার
৭. স্টুয়ার্ট বিনি
৮. অঙ্কিত শর্মা / কৃষ্ণপ্পা গৌতম
৯. জোফরা আর্চার
১০. ধাওয়াল কুলকার্নি
১১. জয়দেব উনাদকাত।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ