পিঠে ইনজুরির কারণে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন শ্রীলঙ্কার ডান-হাতি পেসার দুসমন্ত চামিরা। ইতোমধ্যে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন তিনি। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল তার।
চামিরার ইনজুরির ব্যাপারে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক গ্রাহাম লাবররি বলেন, ‘সে পিঠে কিছুটা ব্যথা অনুভব করছে। বোলিং-এ ফিরতে তার তিন সপ্তাহের বেশি সময় লাগবে বলে ধারণা করছি।’
গেল সপ্তাহে শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট সুপার ফোর প্রোভিন্সিয়ালে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন চামিরা। প্রাথমিক পরীক্ষায় সমস্যা দেখা গেলেও, কোনো প্রকারের চিড় ধরেনি। একই কারণে ২০১৬ সালের শেষের দিকে বেশ কয়েক মাস বোলিং করতে পারেননি চামিরা।
চামিরা যদি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে নাই যেতে পারেন তবে, তবে খর্বশক্তির পেস অ্যাটাক নিয়েই সিরিজ শুরু করতে হবে শ্রীলঙ্কাকে। আগামী ৬ জুন থেকে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম