মাত্র ১২৬ রানের টার্গেট। ৪ ওভার বাকি থাকতে সহজেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল হায়দরাবাদ। ৯ উইকেটে অজিঙ্কের রাজস্থানকে হারাল উইলিয়মসনের দল। বল বিকৃতি বিতর্কে আইপিএলে আগে বড় ধাক্কা খেয়েছে দুটি দলই। একদিকে নেই স্মিথ। অন্যদিকে বাদ ওয়ার্নারও। তবুও দিনের শেষে জমজমাট ম্যাচ।
সোমবার সানরাইজার্স হায়দারবাদের নিজেদের মাঠে ম্যাচে দুর্দান্ত বল করেছেন হায়দরাবাদের বোলাররা। ২৩ রানে ২ উইকেট পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময়ের সবচেয়ে আলোচিত বলার আফগানিস্তানের রশিদ খান ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। উইকেট পেয়েছেন ১ টি। হায়দারবাদের সফলতম বোলার সিদ্ধার্থ কৌল, ৪ ওভারে ১৭ রান দিয়ে এ পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। ফলাফল, ৪৮টি ডট বল দিয়ে ৯ উইকেটে মাত্র ১২৫ রান তুলেছে রাজস্থান।
এ রানে ম্যাচ জিততে চাইলে শুধু ভালো বোলিং নয়, দুর্দান্ত ফিল্ডিংও করতে হতো রাজস্থানকে। মাত্র ৬ রানে ঋদ্ধিমান সাহার বিদায়ের পর ম্যাচটা জমবে বলেই মনে হচ্ছিল। কিন্তু এর আগেই শিখর ধাওয়ানের ক্যাচ ফেলেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানেই ভয়ংকর ভুল করলেন। আর শূন্য রানে থাকা ধাওয়ান এ সুযোগ কি হাতছাড়া করবেন? ৯ চার ও ১ ছক্কায় ৩৩ বলেই ফিফটি ছুঁয়েছেন ভারতীয় ওপেনার। অন্যপ্রান্তে ঠান্ডা মাথায় খেলেছেন কেন উইলিয়ামসন (৩৫ বলে ৩৬ রান)।
২৫ বল আগে যখন ম্যাচ শেষ হয়েছে ধাওয়ানের তখন ৫৭ বলে ১৩ চার ও ১ ছক্কার সাহায্যে ৭৭ রান। ১২১ রানের জুটির সঙ্গী অধিনায়ক উইলিয়ামসনও ১ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩টি চার
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/আরাফাত