'ক্যাচ মিস তো ম্যাচ মিস'; ক্রিকেটের বহু প্রচলিত প্রবাদ। আরও একবার এই প্রবাদ অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। আর ক্যাচ ফেলে খলনায়ক বনে গেলেন রয়্যালসের অজিঙ্কা রাহানে।
আইপিএলের চতুর্থ ম্যাচে দুই প্রতিপক্ষের দুই নতুন অধিনায়কের কাছে দলকে প্রথম ম্যাচে জয় এনে দেওয়ার বাড়তি একটা চাপ ছিল। একদিকে ওয়ার্নারের জুতায় পা গলিয়ে সানরাইজার্সকে নেতৃত্ব দেন উইলিয়ামসন আর অন্য দিকে স্মিথের সিংহাসনে বসে দু'বছর পর প্রত্যাবর্তন করা দলকে পরিচালনা করছিলেন অজিঙ্কা রাহান।
ইন্দো-কিউয়ি অধিনায়কত্বের মস্তিষ্কের ব্যাটেলে শেষটায় জিতলেন উইলিয়ামসন। তবে তার জয়ের চেয়েও অজিঙ্কা নিজে যেন গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে বিপক্ষ ফ্যাঞ্চাজিকে জয় উপহার দিয়ে এলেন।
১২৬ রান তাড়া করতে প্রথম ওভারেই মারকুটে ধাওয়ানকে ডাগআউটে ফেরেনোর সুযোগ আসে রাজস্থানের। ধবল কুলকার্নির প্রথম ওভারের শেষ বলে স্লিপে লোপ্পা ক্যাচ দিয়ে বসেন সানরাইজার্সের মারকুটে ওপেনার শিখর ধাওয়ান। তখন তিনি ০ রানে ব্যাটিং করছিলেন।
এরপর ঋদ্ধিমানকে দ্রুত ডাগআউটে ফেরালেও ধাওয়ানকে আটকাতে পারেনি রয়্যালসের বোলিং আক্রমণ। রান তাড়া করতে নেমে ১৩টি চার ও একটি ছয় মেরে ৫৭ বলে৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ধাওয়ান। ক্যাচ ফেলে হায়দরাবাদের ইনিংসে প্রথম ওভারের ম্যাচ হাতছাড়া করেন রাহানে।
রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেটে স্লিপ পজিশনে রাহানে ধারাবাহিক ভাবে সফলই শুধু নয় কোহলির প্রথম পছন্দও বটে। সেই রাহানে অবশ্য রাজস্থানের জার্সি গায়ে চাপিয়ে প্রথম ম্যাচে নিজের ফেভারিট পজিশনে দাঁড়িয়ে দাগ কাটতে পারলেন না।
অন্যদিকে অপর অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম ম্যাচে দুরন্ত ফিল্ডিং করে বিপক্ষকে ১২৫ রানের গণ্ডিতে বেধে রাখেন। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলার পাশাপাশি এদিন রয়্যালসদের ব্যটিংয়ের প্রথম ওভারের শেষ বলে দুরন্ত রান আউটে ডার্সি শর্টকে ডাগআউটে ফেরান উইলিয়ামসন। এরপর স্ট্যানলাকের বলে দুরন্ত ক্যাচে মারকাটারি ব্যাটসম্যান বেন স্টোকসে পাঁচ রানে আউট করে ডাগআউটের রাস্তা দেখান।
একই ম্যাচে ক্যাচ ফেলে তাই খলনায়ক রাহানে, উল্টো পথে হেঁটে নায়ক উইলিয়ামসন। দিনের শেষে তাই ক্যাচলাইন একটাই, ক্যাচ ফসকালে ম্যাচ ফসকাতেই হবে। আইপিএলে নো সেকেন্ড চান্স!
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/আরাফাত