আইপিএলে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে চেন্নাই। তবে এরই মধ্যে দু:সংবাদ এসেছে ধোনির শিবিরে। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে এবারের আইপিএল থেকে ছিটকেই গেছেন কেদার যাদব। তবে সেই ধাক্কা সামলে উঠেছে চেন্নাই। যাদবের পরিবর্তে ব্রিটিশ অলরাউন্ডারকে দলে নিল চেন্নাই সুপার কিংস। জানা গেছে, ব্রিটিশ ক্রিকেটার ডেভিড উইলিকে দলে নিয়েছে সিএসকে।
সোমবার কেদারের স্ক্যানের রিপোর্ট প্রকাশ পাওয়ার পর জানা যায় হ্যামস্ট্রিংয়ের চোটে জন্য আইপিএল খেলতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার। এরপরই দ্রুত বিকল্প ক্রিকেটার খোঁজার চেষ্টা শুরু করে এই ফ্যাঞ্চাইজি। ব্রিটিশ অলরাউন্ডার উইলিকে অফার করা হয়। রাতে উইলি রাজি হলে ব্রিটিশ ক্রিকেটারকেই কনফার্ম করে সিএসকে। দ্রুতই আসছেন ইংল্যান্ডের ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ