আইপিএলের এগারোতম আসরের শুরুটা দারুণ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই হারিয়েছে শাহরুখ খানের দল। টিম কলকাতার নতুন অধিনায়কের হাত ধরে এমন দুর্দান্ত জয়ে বেশ খুশি শাহরুখ।
জয়ের পর তিনি বলেন, ‘‘কলকাতা এবং বাংলার মানুষ, আমাদের কাজ হল দীনেশ কার্তিককে এই নতুন পরিবেশে খুশি রাখা। যে দায়িত্ব দীনেশকে দেওয়া হয়েছে, তা পালন করতে ও তৈরি। আশা করছি, ও সফলও হবে। প্রথমে দীনেশের পাশে দাঁড়াতে হবে আমাদের।’’
শাহরুখ খান বলছেন, গৌতম গম্ভীরের বদলে একাদশ আইপিএলে কেকেআরের অধিনায়ক বাছা হয়েছে কার্তিককে। গম্ভীরের নেতৃত্বে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এবার কার্তিক দায়িত্ব নেওয়ার পরে প্রথম ম্যাচে জয় এসেছে শক্তিশালী আরসিবি'র বিরুদ্ধে।
দলের নতুন অধিনায়ককে নিয়ে শাহরুখ বলেছেন, ‘‘কার্তিক এবং গৌতম (গম্ভীর) দু’জনেই খুব ধীর, স্থির, গোছানো ছেলে। গৌতম দলের জন্য যা করেছে, তা অতুলনীয়। ওকে কীভাবে ধন্যবাদ দেব, জানি না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনাও করেছিলাম। এবার আমরা একটু অন্য ভাবে দল গঠনের কথা ভেবেছি।’’
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ