ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারোতম আসরে সোমবার রাতে মাঠে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। এদিন দু'দলেরই এক অদ্ভুত মিল ছিল। দক্ষিণ আফিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেঙ্কারিতে নির্বাসনে রয়েছেন তাদের দুই অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভেন স্মিথ (রাজস্থান) ও ডেভিড ওয়ার্নার (হায়দরাবাদ)।
রাজস্থানের বিপক্ষে এদিন ৯ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে হায়দরাবাদ। তবে দলের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, একজন অধিনায়ক ও ব্যাটসম্যান ওয়ার্নারের অভাব কেউ পূরণ করতে পারবে না।
ম্যাচ জিতে উইলিয়ামসন বলেন, 'আমার মনে হয় না কেউ ডেভির (ওয়ার্নার) বিকল্প হতে পারবে। শেষ কয়েক বছরে তার পারফরম্যান্স কম্পিটিশনেরই অন্যতম সেরা ছিল। তাই ওপেনিংয়ে ধাওয়ানের সাথে তার জুটিটা না থাকা আমাদের জন্য ক্ষতি।'
উল্লেখ্য, আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন ওয়ার্নার। গত আসরে তিনি করেছিলেন ৬৪১ রান। ২০১৬ সালে ৮৪৮ রান করে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অজি এই ওপনোর।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ