বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। ব্যাট হাতে তিনি যেকোন বোলারের জন্যই ত্রাস হয়ে মাঠে নামেন। আর সেই ধারাবাহিকতায় এবার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন এই কিউই ব্যাটসম্যান। টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নয় হাজারি ক্লাবে প্রবশে করেছেন তিনি।
রবিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে এই মাইলফলক ছুলেন তিনি। সেই ম্যাচে ২৭ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৩ রান করেন ম্যাককালাম। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটে তার রান দাঁড়ায় ৯০৩৫। গড় ৩০.৯৪, স্ট্রাইকরেট ১৩৭.৮১।
৩৬ বছর বয়সী নিউজিল্যান্ডের এই হার্ডহিটার জাতীয় দলকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এখন শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলছেন।
টি-টেয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। তিনি ১১ হাজার ৬৮ রান করেন।
টি-টোয়েন্টির সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় প্রথমেই আছেন ক্রিস গেইল (১১০৬৮), দ্বিতীয়তে ব্রেন্ডন ম্যাককালাম (৯০৩৫)। এরপরের অবস্থানে রয়েছেন কাইরন পোলার্ড (৮০৪৮)। তালিকায় চতুর্থতে আছেন শোয়েব মালিক (৭৭২৮), আর পঞ্চম স্থানে আছেন ডেভিড ওয়ার্নার (৭৬৬৮)।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ