২০১৮ সালের এশিয়া কাপের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু দেশটি পাকিস্তানকে স্বাগত জানাবে না বলে মত দেওয়ায় তা সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়া ক্রিকেট কাউন্সিলের বোর্ড সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারত সরকার পাকিস্তানকে তাদের দেশে এশিয়া কাপের জন্য আমন্ত্রন জানানোর প্রস্তাব নাকচ করে দিলে তারা এই সিদ্ধান্ত নেন।
এশিয়া ক্রিকেট কাউন্সিলের একজন বোর্ড সদস্য বলেন, 'দুবাই, শারজা এবং আবুধাবিতে এবারের এশিয়া কাপ শুরু হবে। আগামী ১৫ থেকে ১৯ তারিখের দিকে এটি শুরু হবে।'
এছাড়া এশিয়া ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা কদিন বাদে পাকিস্তানের লাহোরে হওয়ার কথা আছে। এতে বাংলাদেশকে এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদ দেওয়ার কথা আছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান