প্রথমবারের মতো আয়োজিত অ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস (টিটি) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের বেঙ্গল ক্লাব। সোমবার অনুষ্ঠিত সমাপনী খেলায় পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। রানার্স আপ হয়েছে নেপালের হুয়াই টিটি ক্লাব। এ চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের পাললিক গ্রুপ।
অ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিজেকেএস জিমন্যাশিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে সকালে ১ম ম্যাচে ভারত ৩-০ সেটে নেপালকে, ২য় ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে এবং ৩য় ম্যাচে ভুটান ৩-২ সেটে মালদ্বীপকে, বিকালে ৪র্থ ম্যাচে নেপাল ৩-০ সেটে ভুটানকে, ৫ম ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে মালদ্বীপকে এবং ৬ষ্ঠ ম্যাচে ভারত ৩-০ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের কোষাধ্যক্ষ ধনরাজ চৌধুরী এবং অ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ফাতেমা বেগম।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ্ আল মামুন, এনডিসির সভাপতিত্বে এবং সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক ও চ্যাম্পিয়নশীপের আহ্বায়ক মো. মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার মুনির হাসান, ফেডারেশনের মিডিয়া কমিটির সদস্য সচিব আহসান আহমেদ অমিত, অ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারি মো. আজম চৌধুরী, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো. শাহজাদা আলম, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ দিদারুল আলম চৌধুরী, সৈয়দ আবুল বশর, জহির আহমেদ চৌধুরী, মো. মশিউর রহমান চৌধুরী, আছলাম মোরশেদ, রেখা আলম চৌধুরী, ভুটান টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক কারমা, নেপাল টিটি ফেডারেশনের নির্বাহী সদস্য গেনেন্দ্র, সিজেকেএস কাউন্সিলর এস.এম.শহীদুল ইসলাম, হাসান মুরাদ বিপ্লব, মো. হারুনুর রশিদ, মো. রাশেদুর রহমান মিলন, মরহুম অ্যাডভোকেট গোলাম মোস্তফা চৌধুরীর ভাই আলহাজ আবদুল আজিজ চৌধুরী, টেবিল টেনিস কমিটির সদস্য মো. হারুন রশিদ, মো. সাইফুল আলম বাপ্পি প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/এনায়েত করিম