বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন মার্শাল আইয়্যুব।
আজ বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে সেঞ্চুরি হাঁকান তিনি। ব্যক্তিগত ১৩২ রানে আউট হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সকালে ২০ রান নিয়ে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই হাফ সেঞ্চুরি তুলে নেন। ৭৫ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। ১০৩ বল খেলে ৬৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান। বিরতির পর ফিরে দেখেশুনে খেলতে থাকেন। চা বিরতির আগে ১৬৬ বল মোকাবেলা করে সেঞ্চুরি তুলে নেন। চা বিরতিতে যান ১২৮ রান নিয়ে।
চতুর্থ রাউন্ডের প্রথম দিন বিকেলে তিনি ব্যাট করতে নামেন। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ২০ রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইতিমধ্যে চারজন সঙ্গীকে হারিয়েছেন তিনি। কিন্তু অবিচল মার্শাল আইয়্যুব। মাটি কামড়ে ক্রিজে পড়ে থেকে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠদশ সেঞ্চুরি।
২১০ বল খেলে ১৪টি চার ও ১ ছক্কায় ১৩২ রান করে আরিফুলের বলে জুনায়েদ সিদ্দিকের হাতে ধরা পড়েছেন তিনি। তার ক্যারিয়ার সেরা ইনিংস ২৮৯।
বিডিপ্রতিদিন/ ই-জাহান