ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিনের বিবাদ যেন থামছেই না। একের পর এক অভিযোগ এনে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন হাসিন। আর সেই ধারাবাহিকতায় এবার আরও একটি একটি মামলা দায়ের করলেন তিনি। সংসার চালানো ও সন্তানের দেখভালের জন্য গত এক মাসে কোনো খরচ না দেয়ার অভিযোগে এই মামলা দায়ের করেন তিনি।
হাসিনের আইনজীবীর অভিযোগ, শামির বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই হাসিনকে সংসার চালানোর কোনোরকম খরচ দিচ্ছেন না তারকা পেসার শামি। এমনকি তাদের সন্তান আইরার প্রতিও কোনো দায়িত্ব পালন করেননি। আর এই অভিযোগের ভিত্তিতেই পারিবারিক নির্যাতন আইন (২০০৫) অনুযায়ী আরও একটি মামলা দায়ের করেছেন হাসিন।
এ প্রসঙ্গে হাসিনের আইনজীবী আরও জানান, সংসার চালাতে সাত লাখ এবং তাদের একমাত্র কন্যা আইরার দেখাশোনার জন্য মাসিক ৩ লাখ রুপি দাবি করা হয়েছে শামির কাছ থেকে। একই সাথে প্রিন্স আনোয়ার শাহ রোডের ফ্ল্যাটে থাকার দাবিও জানিয়েছেন হাসিন।
আইনজীবীর দাবি, স্থাবর-অস্থাবর মিলিয়ে শামি প্রায় একশো কোটি টাকার সম্পত্তির মালিক। ফলে তার পক্ষে এই খরচ মেটানো কোনো ব্যাপারই নয়।
মঙ্গলবারের শুনানিতে আদালতে শামির আইনজীবী উপস্থিত ছিলেন না। পরবর্তী শুনানির দিন তাই তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ