জমে উঠেছে আইপিএলের এগারোতম আসর। প্রতিটি ম্যাচেই চলচ্ছে হাড্ডা-হাড্ডি লড়াই। তর্ক-বিতর্ক আর বাকযুদ্ধ চলছে সমর্থকদের মধ্যেও। আর তারই জের ধরে আইপিএলের চলতি আসরে চেন্নাই-কলকাতার ম্যাচে হয়ে গেল এক অঘটন।
এদিন ম্যাচ চলাকালীন জাদেজাকে লক্ষ্য করে জুতা ছোড়া হয়। বিক্ষোভে চেন্নাই অচল করে দেওয়া হয়। এর ফলে ১৩ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। এরপর কার্যত যুদ্ধকালীন আবহেই সম্পন্ন হয় চেন্নাই-কলকাতার খেলা। ক্রিকেটাররা তো বটেই, বিক্ষোভকারীদের রক্তচক্ষুর সামনে ছাড় পেল না ক্রিকেট অনুরাগীও।
চিপক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সমর্থকদের হাতে প্রহৃত হন ধোনির পরম ভক্ত এইচ সর্বানন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই তা ছড়িয়ে পড়ে চারদিকে।
জানা গেছে, মঙ্গলবার যখন খেলা দেখতে মাঠে আসছিলেন সর্বানন, তখন তার ওপর আক্রমণ চালায় বিক্ষোভকারীরা। খুলে নেওয়া হয় তার মাথার পরচুলা। হেলমেট দিয়ে আঘাত করা হয় সর্বাননের মাথায়। এরপর চেন্নাই সমর্থকদের সহয়তায় কোনো রকমে বেঁচে ফেরেন এই ধোনি ভক্ত।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ