ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলের জয়ে শেষ চারে গেছে ইয়ুপ হাইনকেসের দল।
আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে প্রথম আক্রমণটা করে বায়ার্নই। তবে জবাব দিতে মোটেও সময় নেয়নি সেভিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণে দ্রুত জমে ওঠে ম্যাচ। তবে ম্যাচের শেষ দিকে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন হোয়াকিন কোররেয়া। তবুও গোলশূন্য থেকেই ম্যাচ শেষ করে উভয় দল।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম