ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি বেশ আকাঙ্ক্ষিত। কারণ, মুখোমুখি হতে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদে একজন করে বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। আইপিএলের প্রতিটি ম্যাচ নিয়ে আগেই সম্ভাব্য একাদশ দিয়ে থাকে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। আজও একটি সম্ভাব্য একাদশ সাজিয়েছেন তারা।
প্রথমে কথা বলা যাক সানরাইজার্স হায়দরাবাদকে নিয়ে। এই দলে রয়েছেন সাকিব আল হাসান। গত ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে যেভাবে নিজেকে মেলে ধরেন বিশ্বসেরা অলরাউন্ডার, তাতে সাকিব ছাড়া একাদশ সাজানো অসম্ভব। ক্রিকইনফোর একাদশেও ভালো ভাবেই আছেন তিনি। একই সঙ্গে গত ম্যাচে ২৩ রানে মূল্যবান দুই উইকেট নেওয়ার জন্য তাকে প্রশংসায়ও ভাসানো হয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
১. হৃদ্ধিমান শাহা (উইকেটরক্ষক)
২. শিখর ধাওয়ান
৩. কেন উইলিয়ামসন(অধিনায়ক)
৪. মনিশ পাণ্ডে
৫. দিপক হুদা
৬. ইউসুফ পাঠান
৭. সাকিব আল হাসান
৮. রশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার
১০. বিলি স্ট্যানলেক
১১. সিদ্ধার্থ কৌল
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৮/মাহবুব