প্রায় তিন বছর পর নিজ শহর বগুড়ায় ব্যাট হাতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ও ঘরোয়া বড় দৈর্ঘ্যের ম্যাচ খুব একটা না হওয়ায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তিন বছর পরে মাঠে নামেন তিনি। ২০১৫ সালের অক্টোবরে জাতীয় লিগে বগুড়ায় সবশেষ খেলেছিলেন মুশফিক। ফলে এবার ঘরের মাঠে খেলার সুযোগ পেয়ে রাঙালেন সেঞ্চুরিতে।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয়দিন মধ্যাঞ্চলের বিপক্ষে ১৯৯ বলে ১০১ রানে অপরাজিত আছেন মুশফিক। তিনি সেঞ্চুরি করলেও মধ্যাঞ্চলের বিপক্ষে তার দল রয়েছে চাপে। তৃতীয়দিন শেষে সাত উইকেটে তাদের সংগ্রহ ২৮৬ রান। তিন উইকেট হাতে রেখে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ২৪৩ রানে পিছিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল
মধ্যাঞ্চল প্রথম ইনিংস ৫২৯ (সাইফ হাসান ৯৪, সাদমান ইসলাম ১০৭, মার্শাল আইয়ুব ১৩২, তানভির হায়দার ৪৬, মোশাররফ হোসেন ৮৩*। শরিফুল ইসলাম ২/৯৬, আরিফুল হক ৪/৭৯, সানজামুল ইসলাম ২/১২৭)।
উত্তরাঞ্চল প্রথম ইনিংস ২৮৬/৭ (মিজানুর রহমান ৩২, নাজমুল হোসেন শান্ত ৪৫, মুশফিকুর রহিম ১০১, সানজামুল ইসলাম ১৪, আরিফুল হক ৪২, তাইজুল ইসলাম ২১*। ইবাদত হোসেন ৩/৫৮, মোশাররফ হোসেন ২/৫৩)।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম