তুষার ইমরান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। এবার নতুন এক রেকর্ড গড়লেন তুষার। নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। এক ম্যাচেই তুলে নিয়েছেন জোড়া সেঞ্চুরি।
বিসিএলে চতুর্থ রাউন্ডের দক্ষিণাঞ্চলের হয়ে ম্যাচের প্রথম ইনিংসে করেছিলেন ১৩০ রান। শেষ দিন আজ শুক্রবার সিলেটে পূর্বাঞ্চলের বিপক্ষে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন তুষার। ৪৬ রান নিয়ে দিন শুরু করে ১২ চার ও ২ ছক্কায় ১৪৫ বলে ১০৩ রান করেন। তুষার অবশ্য আউট হননি; অসুস্থ হয়ে অবসর নিয়েছেন। এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির এই রেকর্ড তুষারের ক্যারিয়ারে প্রথমবার।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরির ১২টি ঘটনা থাকলেও বিসিএলে দুই ইনিংসেই সেঞ্চুরি এ নিয়ে হলো মাত্র দ্বিতীয়বার। প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের এটি ২৮তম সেঞ্চুরি। তিন অংকের দিক দিয়ে তিনিই শীর্ষে। দুই নম্বরে থাকা নাঈম ইসলামের সেঞ্চুরি ২৩টি। ১৫৬ ম্যাচে ৩৪ বছর বয়সী তুষারের রান এখন ১০ হাজার ৪১৮।
বিডিপ্রতিদিন/ ই-জাহান