পরপর দুই ম্যাচের দুটিতেই জয়। চেন্নাই সুপার কিংস দু’বছর পরে আইপিএলে ফিরেই দুরন্ত ছন্দে। অবশ্য ঘরের মাঠের ম্যাচ পুণেতে সরে যাওয়ায় দলের অনেক ক্রিকেটারই হতাশ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার জোর চেষ্টায় মহেন্দ্র সিংহ ধোনিরা।
এর মধ্যেই অন্য ভূমিকায় দেখা গেল চেন্নাই দলের অন্যতম সদস্য ফ্যাফ ডু প্লেসিকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে খালি গায়ে দেখা গেল সিএসকের সতীর্থদের জন্য রান্না করছেন। এ রকমই একটি ভিডিও পোস্ট করেছেন হরভজন সিংহ।
হরভজন সেই ভিডিও পোস্ট করে বলেছেন, ‘‘আমাদের নতুন রাঁধুনির সঙ্গে পরিচয় করুন আপনারা।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর