বিরাট ব্যর্থতা ঢেকে দিলেন এবিডি! তার ব্যাটে ভর করেই একাদশ আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল বিরাট অ্যান্ড কোং। শুক্রবার চিন্নাস্বামীতে স্টেডিয়ামে কিংস ইলেভেনকে চার উইকেটে হারিয়ে খাতা খুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১৫৬ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ব্রেন্ডন ম্যাকালাম ডাগ-আউটে ফেরায় বাড়তি চাপ নিয়ে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। শুরুটা ভালো করলেও ব্যক্তিগত ২১ রানে আফগান স্পিনারের গুগলিতে বোল্ড হয়ে ডাগ-আউটে ফেরেন রয়্যাল অধিনায়ক।
বিরাট ব্যর্থ হলেও জয় অধরা থাকল না বিরাটদের। এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসে কিংস ইলেভেনকে হারিয়ে ঘরের মাঠে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল বিরাটবাহিনী। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন বিরাট।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত