বড় স্কোর করেও আইপিএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে নাইটদের। ম্যাচটিতে সুনীল নারিনসহ স্পিনার ব্রিগেড ব্যর্থ না হলেও ওয়াটসন, ফিলিংসদের সামনে পড়ে নাকানি চোবানি খেতে হয়েছিল নাইট পেসারদের। কিন্তু শনিবারের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে বিনয় কুমার, রাসলের বোলিংয়ের উপর বিশ্বাস রাখার কথা বললেন অধিনায়ক দীনেশ কার্তিক।
শুক্রুবার ইডেনে প্র্যাকটিসের পর সাংবাদিকদের কার্তিক বলেন, বেশি রান খরচ হওয়া ওভারগুলো নিয়ে চিন্তার কিছু নেই। এটা ২০ ওভারের খেলা কোন একটা বোলার টার্গেট হতেই পারেন। টুর্নামেন্ট এই সবে শুরু হয়েছে। এখনও নিজেদের উন্নতির অনেক সুযোগ রয়েছে।
এরপর রাসেল, নাগরকোটিদের নিয়ে কথা বলতে গিয়ে নাইট অধিনায়ক বলেন, রাসেলের বলে ভালো গতি রয়েছে। তাছাড়াও আমাদের ঝুলিতে কারেন, জনসন নাগরকোটি রয়েছে। পেস বোলিং আক্রমণের জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে আমাদের হাতে।
ধোনিদের বিরুদ্ধে ম্যাচে ২০৫ এর লক্ষ্য রেখও হারতে হয়েছিল নাইটদের। ম্যাচটিতে খলনায়কে পরিণত হয়েছিলেন নাইটদের পেস বোলিংয়ের অন্যতম অস্ত্র বিনয় কুমার। ১.৫ ওভারে ৩৫ রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিনয়।
ম্যাচের পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল শুরু হয়। কিন্তু সেই সব বিতর্ককে সরিয়ে দিয়ে বিনয় কুমারের উপরে ভরসা রাখার কথা বলেন নাইট অধিনায়ক।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত