ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপে দিল্লি ডেয়ারডেভিলসের সামনে বড় রানের টার্গেট রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। একাদশ আইপিএলে জয়ের মুখ দেখতে ১৯৫ রানের গণ্ডি টপকাতে হবে গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলসদের। সূর্যকুমার যাদব ও ক্রিস লুইস এবং ঈষান কিষাণের দাপুটে ব্যাটিংয়ে সাত উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রথম দুটি ম্যাচে রান না-পাওয়ায় এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে নিচের দিকে নামিয়ে আনেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। চার নম্বরে ব্যাট করত নেমেও অবশ্য রান পাননি রোহতি। মাত্র ১৮ রানে ডাগ-আউটে ফেরেন মুম্বাই ক্যাপ্টেন। ফলে মুম্বাইয়ের এদিন ইনিংস শুরু করেন সূর্জ্রযকুমার ও লুইস। দলকে স্বপ্নের শুরু দেন এই দুই ওপেনার। ওপেনিং জুটিতে ১০২ রান যোগ করেন সুর্যকুমার ও লুইস।
টস জিতে মুম্বাইয়ের বিরুদ্ধে বোলিং নিল দিল্লির ডেয়ারডেভিলস। দিল্লির হয়ে এদিন অভিষেক করলেন ব্রিটিশ ব্যাটসম্যান জেনস রয় অন্যদিকে মুম্বাইয়ের হয়ে অভিষেক করলেন শ্রীলঙ্কার স্পিনার অকিলা ধনঞ্জয়।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত