সুইজারল্যান্ডে শুক্রবার অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর প্রতিপক্ষ হিসেবে জিনেদিন জিদানের দলকে পেয়ে কোচ জুপ হেইঙ্কেস।
বায়ার্ন কোচ বলেন, ‘রিয়াল অনেক বড় দল। তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে আমরা বেশ খুশি। আমরা দল হিসেবে খেলতে পারলে জয় আমাদেরই হবে।’
শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল-রোমা।
এদিকে বায়ার্নের হয়ে এই মৌসুম শেষে আর দেখা যাবে না জুপ হেইঙ্কেসকে। কারণ আগামী মৌসুমের জন্য ইতিমধ্যেই নিকো কোভাচের নাম ঘোষণা করেছে দলটি।
শুক্রবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ড্র’র কয়েক মিনিট আগে ক্লাব জানায় ক্রোয়েশিয়ার ৪৬ বছর বয়সী কোভাচের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে, ১ জুলাই থেকে যা কার্যকর হবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান