লা লিগায় আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা। ৩১ ম্যাচ পরেও ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্নেস্তো ভালভার্দের দল।সমান সংখ্যক ম্যাচে তিন নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৬৫। লা লিগার এই ম্যাচের আগে রোমার কাছে বার্সার হারকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।
জানা গেছে, রোমা ম্যাচের পরে ড্রেসিংরুমে ফিরে ম্যানেজার ভালভার্দের কাছে নাকি দলের রণকৌশল নিয়ে প্রশ্ন তোলেন মেসি ও জেরার্ড পিকে। যার ফলে অপ্রস্তুত হয়ে পড়েন বার্সা ম্যানেজার। গুঞ্জন ছড়িয়েছে, আগামী মৌসুমে বার্সা ম্যানেজার হিসেবে ভালভার্দেকে নাও দেখা যেতে পারে!
ভ্যালেন্সিয়া ম্যাচের আগে মেসি বা পিকে এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও প্রতিক্রিয়া জানিয়েছেন ভালভার্দে। তিনি বলেছেন, 'পুরো ব্যাপারটাই সংবাদমাধ্যমের মন গড়া। মেসি বা পিকের সঙ্গে এরকম কিছু ঘটেনি। হারের কোনো ব্যাখ্যাও ওরা আমার কাছে চায়নি। পরের মৌসুম নিয়ে এরকম কোনো কথা আমার কাছে আসেনি। আমাদের নজর এখন কেবলই লা লিগায়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান