এবারের আইপিএল অভিযান শুরুর আগেই ঘরের মাঠে পরপর দু'টি ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দারাবাদ। এদিকে, শনিবার ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচ খেলতে নামেন শিখর ধাওয়ানরা। তবে ইডেনে ব্যাট করতে নেমে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি।
সাকিবের অসাধারণ বোলিং এর মুখে ৮ উইকেট হারিয়ে কেকেআরের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান। কেকেআর হায়দরাবাদের সামনে লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ১৩৯ রানের। এদিকে, সাকিব আল হাসান ৪ ওভার বোলিং করে ২১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। যদিও ইডেনে হায়দারাবাদ দলের অতীত রেকর্ড অত্যন্ত খারাপ। কারণ এখনও পর্যন্ত কোন ম্যাচই জিততে পারেনি সানরাইজার্স।
বিডি প্রতিদিন/এ মজুমদার