গিয়ানলুইগি বুফনের উত্তেজনা, রেফারিকে ধাক্কা মারা, লাল কার্ড দেখা, এসব কিছুই তিনি দেখেছেন। দেখতে দেখতে নিজেকেই বলেছেন, ‘হ্যাঁ, আমি থাকলেও, এতটাই উত্তেজিত হতাম।’ এই বোধটাই, বুফনের প্রতি সহমর্মী করেছে আন্দ্রে পিরলোকে।
২০১১-২০১৫ সাল পর্যন্ত নিজেও ছিলেন জুভেন্টাসে। তাই চ্যাম্পিয়ন্স লিগ থেকে পুরানো দল এভাবে বিদায় নেওয়ায় মন খারাপ। পিরলো বলেছেন, ‘বুফনের জেতার ক্ষুধা বরাবরই একরকম। রেফারি যদি বিচক্ষণ হতেন, তাহলে এগুলো ঘটতে দিতেন না। আমি নিজে মাঠে থাকলেও, ভেতরে ভেতরে আগুন জ্বলত। এভাবেই রেগে যেতাম। এত ভাল খেলার পর, ম্যাচ শেষের ১০ সেকেন্ড আগে যদি এভাবে হারতে হয়, মেজাজ ঠিক থাকে না।’
এরপর পিরলো পুরানো ক্লাবকে উৎসাহিত করতে বলেছেন, ‘এই ধরনের হার মনের ওপর চাপ তৈরি করে। তবে লিগ তো এখনও শেষ হয়নি। হতাশা থাকতেই পারে। কিন্তু সেটা কাটিয়ে জুভেন্টাসের প্লেয়ারদের লিগ নিয়ে এখন ভাবা উচিত।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর