বর্তমানে বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় প্রথমেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর মাত্র সাত বছর বয়সেই বাবার পথে হাঁটলেন রোনালদোর ছেলে। স্কুল টিমে মৌসুমের সেরা গোল স্কোরার হয়েছেন এই তারকা পুত্র। আর তাতেই অ্যাওয়ার্ড উঠেছে ক্রিস্টিয়ানো জুনিয়রের হাতে।
অ্যাওয়ার্ড জয়ের পর রোনালদো জুনিয়রের দাদী দোলোরেস অ্যাভেইরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানান। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে দাদীর সঙ্গে অ্যাওয়ার্ড হাতে পোজ দিচ্ছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘ক্রিস্টিয়ানো স্কুলের সেরা গোল স্কোরার হয়েছে। অভিনন্দন ছেলে।’
ক্রিস্টিয়ানো জুনিয়র নিজের স্কুল টিমের হয়ে শনিবার মাঠে নামেন। পরে ছোট ট্রফি ও একটি মেডেল হতে ক্যামেরার সামনে হাজির হোন তিনি। এ সময় তার সঙ্গে ছিল দাদী দোলোরেস অ্যাভেইরো।
পরে ছেলের এমন মেডল জয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন বাবা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ