স্প্যানিশ লা লিগায় নাটকীয় এক ড্রয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি। ন্যু ক্যাম্পে দশ জনের বার্সেলোনাকে হারাতে পারেনি জিদানের দল।
আর এরই মধ্যে রিয়াল শিবিরে বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে দলের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চোট৷ যে চোটের জন্য ম্যাচের দ্বিতীয়ার্ধ ডাগআউটে বসেই কাটাতে হয় সিআর সেভেনকে৷
তবে ম্যাচের শেষে রিয়াল কোচ জিদান অবশ্য সমর্থকদের আশ্বস্ত করেন রোনালদোর চোট নিয়ে৷ এ ব্যাপারে রিয়াল কোচ বলেন, ‘এই মুহূর্তে রোনালদোর অবস্থা ভালো না হলেও আমি নিশ্চিত চোট এমন কিছু গুরুতর নয়৷ কতদিন পর ও মাঠে ফিরবে, তা এখনই বলা সম্ভব নয়৷ মাদ্রিদে ফিরেই ওর চোটের জায়গায় স্ক্যান করানো হবে৷ তার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর৷ আমার মনো হয় না এই চোটের জন্য রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আটকাবে৷’
বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর প্রথমার্ধে রোনালদোর গোলেই সমতায় ফেরে রিয়াল৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই পিকের সঙ্গে ধাক্কায় গোড়ালিতে চোট পান পর্তুগীজ তারকা৷ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে কোনো রকম ঝুঁকি না নিয়ে আস্বস্তিতে থাকা রোনালদোকে তুলে নেন জিদান৷ পরিবর্তে মাঠে নামানো হয় মার্কোকে৷ শেষমেশ ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থেকে যায়৷
আগামী ২৬ মে কিয়েভে লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ৷
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/ওয়াসিফ