দক্ষিণ আফ্রিকা সফরে বল-টেম্পারিং করা অস্ট্রেলিয়া দলের সমালোচনা করলেও অতিরিক্ত কিছু করা ঠিক হবে না বলে মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট দল 'নিয়ন্ত্রণের বাইরে চলে' তবে এ নিয়ে অতিরিক্ত পদক্ষেপ ঠিক হবে না।
গত মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়া দলের তরুণ খেলোয়াড় ক্যামেরন ব্যানক্রফট। বল নিয়ে কু-কীর্তি করার জন্য ব্যানক্রফটকে সহায়তা করেন দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে এই তিন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করে সিএ। পরবর্তীতে সিএ জাতীয় দলের সংস্কৃতির বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করেছে।
কিন্তু নব্বইদশক ও বিংশ শতাব্দির শেষের দিকে এবং ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ সিএ'র দুটি পর্যালোচনা কমিটি গঠনের সাথে মোটেও একমত নন।
তিনি বলেন, মানুষ ক্রিকেটের স্লেজিং নিয়ে কথা বলছে না। তুমি কিভাবে খেলবে সে বিষয়ে সর্তক হতে হবে, কিন্তু অস্ট্রেলিয়ার ধরণ হলো সব সময়ই লড়াকু বা ইতিবাচক হতে হবে এবং মাঠের বাইরে কিছু কথা বলতে হবে।
বল টেম্পারিং কেলেঙ্কারির পর প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন ড্যারেন লেহম্যান। তার পদত্যাগের পর সম্প্রতি দলের সাবেক খেলোয়াড় জাস্টিন ল্যাঙ্গারকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া।
এককালের সতীর্থ ল্যাঙ্গার তার দায়িত্ব যথাযথ পালন করবেন বিশ্বাস করা ওয়াহ বলেন, ল্যাঙ্গার ঐতিহ্যবাহী খেলাটির ধরণ অব্যাহত রাখবে। সে সীমা অতিক্রম করবে না, আমরা আমাদের স্টাইলের খেলা চালিয়ে যাবো। তাই আশা করছি, ল্যাঙ্গার আমাদের খেলার ধরণ অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/আরাফাত