ভারত এইমুহূর্তে দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী নয় বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। প্রথম টেস্ট ৬ ডিসেম্বর অ্যাডিলেডে। ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়েছিল অ্যাডিলেডেই হোক গোলাপি বলের টেস্ট। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে রাজি হয়নি। বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী সাংবাদিক সম্মেলনে সোমবার একথা জানিয়ে দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়াকেও তা জানিয়ে দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর কাছে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী পরিষ্কার জানিয়ে এসেছেন দিন-রাতের টেস্ট খেলতে হলে অন্তত দেড় বছরের প্রস্তুতি লাগবে। তার আগে দিন-রাতের টেস্ট খেলা সম্ভব নয়। অবশেষে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কথাই মেনে নিল বোর্ড।
বিডি প্রতিদিন/ ৮ মে ২০১৮/ওয়াসিফ