বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তার বার্সেলোনা ছাড়া ইস্যুতে এখনও স্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। আর এরইমধ্যে সামনে এলো নতুন এক তথ্য। ইএসপিএন ফুটবলের দাবি, ইনিয়েস্তা জাপানের ক্লাব ভিসেল কোবের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এর আগে স্প্যানিশ ম্যাগাজিন ক্যাডেনা সের দাবি করেছিল চীনের জে-লিগ ক্লাবের সঙ্গে ইনিয়েস্তার চুক্তি হয়েছে।
এ ব্যাপারে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন বলছে, ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা জাপানের ক্লাবটির সঙ্গে বার্ষিক ৩০ মিলিয়ন ইউএস ডলারে চুক্তি করেছেন।
উল্লেখ্য, ভিসেল কোবের মালিক হিরোশি মিকিতানি, তিনি আবার বার্সার প্রধান স্পন্সর প্রতিষ্ঠানের সিইও। ইনিয়েস্তাকে তিনিই নিজের দলে ভিড়িয়েছেন।
১৬ মৌসুমে বার্সেলোনার হয়ে ৬৭০টি ম্যাচ খেলা স্প্যানিশ এই মিডফিল্ডার জিতেছেন ৩১টি শিরোপা।
বিডি প্রতিদিন/ ৮ মে ২০১৮/ওয়াসিফ