ইতালি জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে একটি সমঝোতায় পৌঁছেছেন জেনিত সেন্ট পিটার্সবার্গের কোচ রবার্তো মানচিনি। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে এ কথা বলা হয়েছে।
গাজেত্তা ডেলো স্পোর্টসের রিপোর্টে বলা হয়, ৫৩ বছর বয়সি এই ইতালীয় বছর প্রতি মাত্র ২ মিলিয়ন ইউরোতে আগামী দুই বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। রাশিয়ার ঘরোয়া ফুটবলের চলতি মৌসুম শেষ হবার পর চুক্তিটি সম্পন্ন হবে। আগামী রবিবার শেষ হয়ে যাচ্ছে রুশ মৌসুম।
রাশিয়ান প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে জেনিত। শীর্ষ পয়েন্টধারী লোকোমোটিভ মস্কো তাদেরে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রেখে ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে শিরোপা। হাতে রয়েছে আরও একটি ম্যাচ।
মানচিনিকে অবশ্য এত তাড়াতাড়ি ছেড়ে দিতে রাজি নয় রুশ ক্লাবটি। অপরদিকে চুক্তি বাতিল করে মানচিনি ক্লাব ছেড়ে আসলেও এ বিষয়ে কোনো ক্ষতিপূরণ দিতে রাজি নয় ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
বার্ষিক ৪.৫ মিলিয়ন ইউরোতে গতবার তিন বছরের চুক্তিতে রুশ ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন ইতালীর সাবেক এই আন্তর্জাতিক তারকা।
অপরদিকে ইতালি তাদের বার্ষিক সভায় জাতীয় দলের কোচ ও তার সহযোগী স্টাফদের জন্য প্রতি বছর ৫ মিলিয়ন ইউরো ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৮/এনায়েত করিম